কবিতা প্রেমের কবিতা

মহামিলনের বিজয়উৎসব – Mahamilaner Bijoyuthsav

মহামিলনের বিজয়উৎসব
রুপন নাথ

তুমি কি আমার গল্প হবে?
হবে কি আমার স্বপ্ন?
তুমি কি আমার উপন্যাস হবে
নাকি থাকবে আমার সংগোপনে?

চরিত্রায়ণে উন্নতির সুরে ডুবিয়েছি তোমারে
ভালো না লাগার আবির্ভাবে বন্দী হয়েছি গোপনে,
ভুল করেছি নাকি ঠিক,
গল্প আমার সত্যি হলো ইতিহাসের স্মৃতি মুছে
উপন্যাসের কল্প চরিত্রের বাস্তবায়নে
ছুটছি আমি আজও তোমার কাছে।

দুর্বিপাকে কণ্ঠরূদ্ধ ছিলাম আমি
তোমারই কল্পপরশে
বন্দী পাখি আজ উড়ন্ত আকাশে
পেখম মেলে ধরেছে বনে।
চঞ্চল অভিপ্রায় দিশারি না খুঁজে পায়
অন্তিম পর্যায়ে তোমার পরশ মেলে ডানায়।

গল্পের কুটিরে আঁকরে ধরে লিখবো উপন্যাস
ইতিহাস জুড়ে মেলে ধরবো
তোমার আমার মিলনমেলা।
কবিতার ছন্দ পাতায় মিলিয়ে নেবো –
তোমার আমার স্পর্শ।
অন্ধকার হোক দূরময় বসন্ত আসুক বিজয় উল্লাসে
ওই দেখ প্রিয়, কোকিল ডাকছে সজোড়ে
আর দেরি কেন প্রিয়, শুরু হোক মহামিলনমেলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *