তুমি আমার বসন্ত
রুপন নাথ
দিশারী মনের কোণে তোমার ছোঁয়া,
ভালোবাসার আঙিনায় আঁকড়ে ধরা।
বেকবুল মনের আলতো ছোঁয়ায়,
তোমার হৃৎপিণ্ডে কেবল আমার বাসা।
মনের আঙিনায় উড়ন্ত বাতাসে,
বয়ে আসে বসন্তের ছোঁয়া।
তোমার ওই মায়াবী পরশে,
মন যে দিশেহারা—নিয়ে যায় কোথা!
স্নিগ্ধ চাঁদনী মাখা সে রাত,
তোমার স্মৃতিতে জেগে রয়।
তোমার হাসির জ্যোৎস্না ছুঁয়ে,
আমার হৃদয় আলো হয়ে বই।
আগুনের ঝলকানিতে জ্বলে,
মনের গহীন পরশমণি।
বেসামাল স্বপ্নেরা ডাকে,
উড়ছে মনপাখি গোপন গগনে।
নির্ঘুম রাতে কেবলই তুমি,
আঁধারে জ্বলে তোমার ছায়া।
বসন্তের কোকিলে মজেছে মন,
প্রেমের সুরে বেহায়া!
তুমি যে আমার ফুলেল সুবাস,
তুমি বৃষ্টি, তুমি মেঘের গান।
তোমার ছোঁয়ায় হৃদয় জাগে,
তুমি বসন্তের রঙিন অভিযান।