সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার।
কিন্তু কেন বলে জানেন?
হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে, একজন ভক্ত সমস্ত তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করেন, তা গঙ্গাসাগরে একবারে পাওয়া যায়। প্রয়াগরাজের মহাকুম্ভমেলার পরেই, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে 130 কিলোমিটার দুরে গঙ্গাসাগর মেলা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা।
প্রতিবারের মতো এবারেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পূর্নপ্রাপ্তির আশায় ভীর জমাচ্ছেন গঙ্গাসাগরে এসে।
গঙ্গানদী এখানে সাগরে এসে মিশেছে। তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। বলা হয়, যেদিন মহাদেবের জটা থেকে পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়ে ঋষি কপিল মুনীর আশ্রমে এসেছিলো, সেই দিনটি ছিলো মকর সংক্রান্তির দিন।
কপিল মুনীকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। সাগরের পূন্যস্নানের পাশাপাশি কপিলমুনীর আশ্রমে পুজো দেন ভক্তগন।
বছরে লক্ষ লক্ষ পূর্নার্থীরা মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলায় যান। তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্রজলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই বছর প্রথম দিন ভক্তের সংখ্যা 85 লক্ষ পার হয়ে গিয়েছে। 10 তারিখ থেকে শুরু হয়ে 18 তারিখ পর্যন্ত চলেছে। আপনিও কি গঙ্গাসাগরের পূন্যস্নানে পারি দিয়েছেন কখনো? কমেন্ট বক্সে লিখে জানান।