নিঃশব্দ রাত। জানালার ওপারে ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে ভেসে আসছে রাতজাগা পাখির করুণ সুর। ঘরের কোণে আবীর বসে আছে নির্বাক। তার চোখে ধরা পড়েছে অতীতের এক বিভীষিকা—একটা ছায়া, একটা আর্তনাদ,.
“আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না তো?” কাঁদতে কাঁদতে বলেছিল পূজা, তার হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে। “না রে পাগলি, তোকে ছেড়ে আমি কোথায় যাব? তুই যে আমার প্রাণ! তোকে.